কোভিড ভ্যাকসিন সংরক্ষণ-বিপণন-বিতরণ-প্রয়োগে কর অব্যাহতি
৩ মার্চ ২০২১ ২১:৩৫ | আপডেট: ৪ মার্চ ২০২১ ০২:২৫
ঢাকা: করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ মোকাবিলায় এই ভাইরাসের ভ্যাকসিন দেশে আমদানির পর সংরক্ষণ, বিপণন, পরিবহন, বিতরণ ও ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচিতে ফি-এর ওপর মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এই সুবিধা কেবল সরকারকে সরবরাহ করা ভ্যাকসিনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
বুধবার (৩ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে জারি করা এক বিশেষ আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এনবিআরের মূসক নীতি বিভাগের প্রথম সচিব কাজী ফরিদ উদ্দীনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে সরকারের নীতির সঙ্গে সঙ্গতি রেখে উৎসে মূসক কর্তনসহ এই মূসক অব্যাহতি দেওয়া হচ্ছে।
আদেশে বলা হয়, করোনাভাইরাস প্রাদুর্ভাব প্রতিরোধে সরকার নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। বৈশ্বিক এই মহামারি মোকাবিলায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপন (এসআরও) অনুযায়ী করোনা প্রতিরোধক বিভিন্ন সামগ্রীর পাশাপাশি কোভিড-১৯ নিরোধক টিকার আমদানি, উৎপাদন ও ব্যবসায়ের ক্ষেত্রে কর অব্যাহতি দেওয়া হয়েছে।
এ পরিস্থিতিতে জনস্বার্থে কোভিড-১৯ ভ্যাকসিনের আমদানি পরবর্তী সংরক্ষণ, বিপণন, পরিবহন, বিতরণ ও ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচির ফি-এর ওপর প্রযোজ্য মূল্য সংযোজন কর (উৎসে মূসক কর্তনসহ) থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে এ ক্ষেত্রে দুইটি শর্তও দেওয়া হয়েছে।
শর্তে বলা হয়েছে, কোভিড-১৯ ভ্যাকসিনের এই সুবিধা কেবল বাংলাদেশ সরকারকে সরবরাহ করা ভ্যাকসিনের ক্ষেত্রে এই অব্যাহতি সুবিধা প্রযোজ্য হবে। কোভিড-১৯ ভ্যাকসিন সরবরাহ বাবদ পাওয়া অর্থের হিসাব বিবরণী অর্থপ্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট মূল্য সংযোজন কমিশনারেটকে অবহিত করতে হবে।
সারাবাংলা/টিআর