চট্টগ্রাম বন্দরের বহুমুখী ব্যবহারের তাগিদ ভারতের কূটনীতিকের
৩ মার্চ ২০২১ ২০:১৫ | আপডেট: ৩ মার্চ ২০২১ ২১:৩০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরের বহুমুখী ব্যবহারের তাগিদ দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারি হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী।
বুধবার (৩ মার্চ) দুপুরে নগরীর টাইগারপাসে মেয়রের কার্যালয়ে রেজাউল করিম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ বিষয়ে কথা বলেন। মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর রেজাউলের সঙ্গে চট্টগ্রামে অবস্থানরত ভারতের এই কূটনীতিকের এটাই প্রথম সাক্ষাত।
সাক্ষাতে অনিন্দ্য ব্যানার্জী চট্টগ্রাম বন্দরের বহুমুখী ব্যবহারের উপর গুরুত্ব দিয়ে বলেন, ‘বন্দরকে ঘিরে রিজিওনাল কানেক্টিভিটি হলে বাংলাদেশ ও ভারত উভয়ই উপকৃত হবে। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণ, পতেঙ্গায় বে-টার্মিনাল এবং মহেশখালীতে গভীর সমুদ্রবন্দর নির্মাণ প্রকল্প শেষ হলে চট্টগ্রাম আন্তর্জাতিক কানেক্টিভিটির সাথে সংযুক্ত হবে এবং বৈশ্বিক আর্থিক সমৃদ্ধির অংশীদার হবে।’
মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মার্চের শেষে ভারতের একটি সাংস্কৃতিক প্রতিনিধি দল বাংলাদেশে আসবে বলে তিনি চট্টগ্রামের মেয়রকে জানান।
ভারতের সহকারি হাই কমিশনার কোভিড মোকাবেলায় বাংলাদেশের সাফল্যের প্রশংসা করে বলেন, ‘অনেকেই আশংকা করেছিলেন কোভিড-১৯ সংক্রমণের কারণে বাংলাদেশের অবস্থা ভয়াবহ হবে। বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। বিশ্বের অনেক উন্নত ও ক্ষমতাধর দেশের চেয়ে কোভিড সংক্রমণ ও মৃত্যুর হার বাংলাদেশে তুলনামূলকভাবে অনেক কম। বাংলদেশ দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে।’
মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি মহান মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা ও অবদানের জন্য দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই। একাত্তরে ভারত আমাদের দেশের এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছিলে। তাদের সেনাবাহিনীর অনেক কর্মকর্তা ও জওয়ান প্রাণ বিসর্জন দিয়েছেন। এই ঋণ কোনোদিন শোধ হবে না। যারা একসময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে মন্দবাক্য উচ্চারণ করেছিল, তারা এখন বাংলাদেশের নজীরবিহীন উন্নতি দেখে লজ্জা পায় এবং তারা স্বীকার করে যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।’
এসময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, ভারপ্রাপ্ত সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম ছিলেন।
সারাবাংলা/আরডি/টিআর
অনিন্দ্য ব্যানার্জী চট্টগ্রাম সিটি করপোরেশন ভারতের সহকারী হাই কমিশনার মেয়র রেজাউল করিম চৌধুরী