Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা: ব্রাজিলে ২৪ ঘণ্টায় ১৬৪১ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
৩ মার্চ ২০২১ ১৯:১৪

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে এক হাজার ৬৪১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫৯ হাজার ৯২৫ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।

এর আগে, ২০২০ সালের জুলাইয়ে দেশটিতে ২৪ ঘণ্টায় এক হাজার ৫৯৫ জনের মৃত্যু হয়েছিল।

ব্রাজিলে করোনা সংক্রমণ ব্যাপক আকারে বাড়ছে। বিশালসংখ্যক রোগীর চাপ সামলাতে গিয়ে হাসপাতাল ব্যবস্থাপনাও ভেঙে পড়ার দশায় রয়েছে।

ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফো’র তথ্যানুসারে, ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে দুই লাখ ৫৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যার দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরই দেশটির অবস্থান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে এখন পর্যন্ত এক কোটি ছয় লাখ মানুষ করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

এমন পরিস্থিতিতে ব্রাজিলের রাজ্য গভর্নররা বলেছেন, কেন্দ্রীয় সরকারকে পাস কাটিয়ে তারা যৌথভাবে কোভিড-১৯ ভ্যাকসিন কেনার ব্যবস্থা করবেন।

সারাবাংলা/একেএম

করোনা ভ্যাকসিন কোভিড-১৯ মহামারি নভেল করোনাভাইরাস ব্রাজিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর