Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আত্মসমর্পণে জামিন পেলেন সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২১ ১৭:৪৮

ঢাকা: বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মহিকের বিরুদ্ধে গ্রাহকের বন্ধকী সোনা আত্মসাতের মামলায় জামিন দিয়েছেন আদালত।

বুধবার (৩ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। আবেদনের পরিপ্রেক্ষিতে ২০ হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন আদালত।

দুদক উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ গত ১৬ ফেব্রুয়ারি সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মহিসহ ৯ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।

অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে বাংলাদেশ সমবায় ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে দুই হাজার ৩১৬ জন গ্রাহকের মোট সাত হাজার ৩৯৮ ভরি ১১ আনা জামানতকৃত সোনা বিদ্যমান আইন অনুসরণ না করে আত্মসাতের চেষ্টা করেন। টাকার অঙ্কে যার পরিমাণ ৪০ কোটি ৮ লাখ ৬০ হাজার ৮৮৮ টাকা। এর মধ্যে ভুয়া ব্যক্তিকে প্রকৃত ব্যক্তি সাজিয়ে ১১ কোটি ৩৯ লাখ ৮৮ হাজার ৬৮৬ টাকার স্বর্ণ গ্রাহককে না দিয়ে আসামিরা আত্মসাৎ করেন।

সারাবাংলা/এআই/এসএসএ

আত্মসমর্পণ জামিন সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন