Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভালুকায় সড়ক দুঘর্টনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
৩ মার্চ ২০২১ ১৭:২৭

ময়মনসিংহ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা ডিগ্রি কলেজের সামনে বাসচাপায় মনিরুজ্জামান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহির উদ্দিন মোহাম্মদ তৈমুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মনিরুজ্জামান ত্রিশাল উপজেলার বাগান টানপাড়া গ্রামের মঞ্জুরুল হকের ছেলে।

ইনচার্জ জহির উদ্দিন মোহাম্মদ তৈমুর জানান, মনিরুজ্জামান ভালুকার মাস্টারবাড়ীতে স্কয়ার কোম্পানির কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো তার গ্রামের বাড়ি ত্রিশাল থেকে মোটরসাইকেলে অফিসে যাচ্ছিলেন। ভালুকা ডিগ্রি কলেজের সামনে আসলে একটি অজ্ঞাত বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা /এসএসএ

ভালুকা সড়ক দুঘর্টনা

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর