২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, ৫ সপ্তাহ পর শনাক্ত ৬ শতাধিক
৩ মার্চ ২০২১ ১৫:৫৬ | আপডেট: ৩ মার্চ ২০২১ ১৮:৩৭
ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চার জন পুরুষ ও একজন নারী। একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন ৬১৪ জন।
এর আগে, গত ২৫ জানুয়ারি সবশেষ একদিনে করোনা সংক্রমণ শনাক্তের সংখ্যা ছিল ৬০২ জন। এরপর গত পাঁচ সপ্তাহের কোনোদিনই একদিনে ছয়শ’র বেশি সংক্রমণ শনাক্ত হয়নি।
বুধবার (৩ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু নিয়ে দেশে করোনা সংক্রমণ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৪২৮ জনে। এছাড়া এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৫ লাখ ৪৭ হাজার ৯৩০ জন।
গত ২৪ ঘণ্টায় যে পাঁচ জন মারা গেছেন, তাদের সবার বয়স ৬০-এর বেশি। অন্যদিকে, তাদের তিন জন ঢাকা বিভাগের, দুই জন চট্টগ্রাম বিভাগের। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে পরিচালিত ২১৭টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৪৫৮টি নমুনা সংগ্রহ ও ১৬ হাজার ৪১৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৪০ লাখ ৮৯ হাজার ৩৩৬টি।
এদিকে, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৯৩৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৯৯ হাজার ৬২৭ জনে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার তিন দশমিক ৭৪ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত ১৩ দশমিক শূন্য ৪০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ১৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসের ভ্যাকসিন নেওয়ার জন্য বুধবার দুপুর আড়াইটা পর্যন্ত নিবন্ধন করেছেন ৪৬ লাখ ৩৬ হাজার ৩৯৬ জন। এর মধ্যে গতকাল মঙ্গলবার পর্যন্ত দেশে ভ্যাকসিন নিয়েছেন ৩৩ লাখ ৪১ হাজার ৫০৫ জন।
করোনাভাইরাস সংক্রমণসহ স্বাস্থ্য বিষয়ক জরুরি প্রয়োজনে ১৬২৬৩, ৩৩৩ ও ১০৬৫৫ নম্বরে কল করতে বলা হয়েছে স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে। পাশাপাশি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে। যারা আগে থেকেই দীর্ঘ মেয়াদি বিভিন্ন রোগে আক্রান্ত, তারা ও বয়োজ্যেষ্ঠরা করোনা পজিটিভ হলে তাদের দ্রুত হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
সারাবাংলা/এমআই