Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুদকের নতুন চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২১ ১৫:৩৮ | আপডেট: ৩ মার্চ ২০২১ ১৭:৪২

ঢাকা: আগামী ১৩ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) বর্তমান চেয়ারম্যান ইকবাল মাহমুদের মেয়াদ শেষ হচ্ছে। একই সময় শেষ হচ্ছে দুদক কমিশনার এএফএম আমিনুল ইসলামের মেয়াদও। এই দুইজনের জায়গায় নতুন করে চেয়ারম্যান হিসেবে মঈনউদ্দীন আবদুল্লাহকে ও কমিশনার হিসেবে জহুরুল হককে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বুধবার (৩ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সই করা ওই প্রজ্ঞাপনে দুইজনের নিয়োগের কথা বলা হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, দুদকের ২০০৪ এর ৫ (ক) ধারার বিধান অনুযায়ী কৃষি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আব্দুল্লাহকে দুর্নীতি দমনের কমিশনার এবং বিটিআরসির সাবেক চেয়ারম্যান মো. জহুরুল হককে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হলো।

আইন অনুযায়ী দুইজন কমিশনার ও একজন চেয়ারম্যানের সমন্বয়ে দুদক গঠিত হয়। কমিশনারদের মেয়াদ পাঁচ বছর। দুদকের নতুন চেয়ারম্যান ও একজন কমিশনার নিয়োগ দিতে সরকার গত ২৮ জানুয়ারি বাছাই কমিটি গঠন করে। আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে সভাপতি করে পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন এবং অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।

সারাবাংলা/জিএস/পিটিএম

চেয়ারম্যান দুদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর