Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চম দফায় ভাসানচরে আরও ২২৫৭ রোহিঙ্গা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২১ ১৪:৫০

নোয়াখালী: পঞ্চম দফায় নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে পৌঁছেছেন আরও ২ হাজার ২৫৭ জন রোহিঙ্গা।

বুধবার (৩ মার্চ) দুপুর পৌনে দুইটার দিকে তারা সেখানে পৌঁছায়। এরমধ্যে ৬৬৫ জন নারী, ৫৬৩ জন পুরুষ ও ১০২৯ জন শিশু রয়েছে।

এর আগে সকাল নয়টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা নৌবাহিনীর রেডি রেসপন্স বার্থ থেকে থেকে রোহিঙ্গাবাহী পাঁচটি জাহাজ ভাসানচরের পথে রওনা হয়।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম জানান, রোহিঙ্গাদের জাহাজ থেকে নামিয়ে প্রাথমিক মেডিকেল পরীক্ষা শেষে গাড়িযোগে ওয়্যার হাউজ এ সমবেত করে ব্রিফ প্রদান করা হয়। পরে ভাসানচরের ক্লাস্টারে স্থানান্তর করা হবে।

সারাবাংলা/এএম

নোয়াখালী ভাসানচর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর