নাগরিক সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা
৩ মার্চ ২০২১ ১১:৪০ | আপডেট: ৩ মার্চ ২০২১ ১৫:২০
ঢাকা: রাষ্ট্রীয় হেফাজতে মুশতাক আহমেদসহ সকল হত্যার বিচার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বুধবার (৩ মার্চ) বেলা ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক সমাবেশ শুরু হয়েছে।
নাগরিক সমাবেশে অংশ নেওয়া বক্তারা বলেন, ডিজিটাল আইন বাতিল করতে হবে। এই দাবি মানা না হলে আমরা একটা একদফা আন্দোলনে নামবো।
তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের নামে একটি লুটেরা গোষ্ঠী দেশে লুটপাট করে খাচ্ছে। তারা আমাদের কথা বলার অধিকার কেড়ে নিচ্ছে। এরা জনগণের দুষমন।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন রাষ্ট্রচিন্তার সদস্য রাখাইরাহা, দিদারুল আলম ভুঁইয়া, ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক রাশেদ খান ও কণ্ঠশিল্পী বিথী ঘোষ প্রমুখ।
জানা গেছে, সমাবেশ শেষে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকির নেতৃত্বে নাগরিক সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রার কর্মসূচিও রয়েছে। এই কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছে গণফোরামের একটি অংশ। বামজোটের একটি গ্রুপ প্রেস ক্লাবে ও একটি গ্রুপ শাহবাগে অবস্থান নিয়েছে। সেখান থেকেই প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রায় অংশ নেবেন। নাগরিক সমাবেশে উপস্থিত রয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
জানা গেছে, পুলিশ খুব শক্ত অবস্থানে রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। মৎসভবনের সামনেও কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।
সারাবাংলা/এএইচএইচ/এএম