নির্মাণকালেই সেতুতে ধস, মন্ত্রণালয়ের কমিটি গঠন
৩ মার্চ ২০২১ ০৯:৪৫ | আপডেট: ৩ মার্চ ২০২১ ০৯:৪৬
সুনামগঞ্জ: জেলার কুন্দানালা খালের উপর প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য সেতুর পাঁচটি গার্ডার ধসের যাওয়ার ঘটনা তদন্ত করবে সড়ক ও সেতু মন্ত্রণালয়। এজন্য চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মো. জাকির হোসেনকে প্রধান করে এই কমিটি করা হয়েছে।
সরেজমিন তদন্ত করে আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে এই বিষয়ে রিপোর্ট প্রদানের জন্য কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) রাতে সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মালেক সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, গত সোমবার (১ মার্চ) দুপুরে সড়ক ও জনপথ বিভাগের ডিজাইন সেকশনের তিন সদস্যের তদন্ত দলের প্রধান অতিরিক্ত প্রধান প্রকৌশলী শিশির কুমার রাউত, তদন্ত দলের সদস্য তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাদত হোসেন ও নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান কাউচার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগামী ছয় দিনের মধ্যে এই রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে।
সুনামগঞ্জ-সিলেট সড়কের ডাবর পয়েন্ট থেকে জগন্নাথপুর-আউশকান্দি হয়ে রাজধানীর দূরত্ব কমানোর জন্য সড়কের প্রশস্তকরণের কাজ হচ্ছে গত কয়েক বছর ধরে। এই সড়কে ৭টি নতুন সেতুর কাজ হচ্ছে গেল ছয় মাস হয়। কিন্তু গত রোববার সন্ধ্যায় ১০ কিলোমিটারের মাথায় কুন্দানালা খালের উপর নির্মিতব্য সেতুর ৫টি গার্ডার একে একে ধসে যায়।
আরও পড়ুন: নির্মাণকালেই ধসে পড়লো ১৫ কোটি টাকার সেতু
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী হারুন অর রশিদ তাৎক্ষণিক দাবি করেন, কাজে কোনো অনিয়ম হয়নি। ১৬০ টন ওজনের গার্ডার বসানোর সময় হাইড্রোলিক পাইপ ফেটে যাওয়ায় ওজন নিতে পারেনি, একটার ওপর আরেকটা পড়ে সব কয়টি ভেঙে গেছে।
কিন্তু স্থানীয় লোকজন দাবি করেছেন, এই সড়কে নির্মিতব্য ৭টি সেতুতেই অনিয়ম হচ্ছে। অনিয়মের কারণেই এই ধসের ঘটনা ঘটেছে। এই সেতুগুলোর নির্মাণ কাজ সঠিক হচ্ছে কিনা, ডিজাইন ঠিক হয়েছে কিনা- এসব বিষয় বিশেষজ্ঞ প্রকৌশলীদের দিয়ে তদন্ত করার দাবিও জানান তারা।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম সারাবাংলাকে জানান, বুধবার (৩ মার্চ) থেকেই ভেঙে পড়া গার্ডারগুলো অপসারণের কাজ শুরু করা হবে। ওখানে নতুন করে গার্ডার নির্মাণ কাজও দ্রুত শুরু করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মালেক সারাবাংলাকে জানান, সুনামগঞ্জে সেতুর গার্ডার ভেঙে পড়ার ঘটনা পাঁচ কর্ম দিবসের মধ্যে সরেজমিনে তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে। এজন্য অতিরিক্ত সচিব জাকির হোসেনের নেতৃত্বে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সারাবাংলা/এনএস