Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য নির্মাণ হচ্ছে ৩০ হাজার নিবাস

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২১ ০০:১৭

ঢাকা: অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার বীর নিবাস নির্মাণ করবে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, এ উদ্যোগ বাস্তবায়নে কাজ চলছে।

মঙ্গলবার (২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে ‘রক্তধারা ‘৭১’ (মুক্তিযুদ্ধে শহিদদের উত্তরসূরী)- এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী  বলেন, বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরসূরীদের কল্যাণ ও মর্যাদা নিশ্চিত করার জন্য আন্তরিকতা নিয়ে কাজ করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে ১৯৭২ সালে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট গঠন করেন এবং মুক্তিযোদ্ধাদের জন্য বহু সম্পত্তি দিয়েছিলেন।

মন্ত্রী এসময় বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোসহ মুক্তিযোদ্ধাদের কল্যাণে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

মন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধীরা ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনে বাঙালির অধিকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিল। আজও তারা অপপ্রচার চালাচ্ছে। তিনি দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে  সোচ্চার থাকার আহ্বান জানান।

‘রক্তধারা ’৭১’-এর সভাপতি নাদিম কাদিরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য অ্যারোমা দত্ত, সংসদ সদস্য এ কে এম আহসানুল হক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীরপ্রতীক, রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মেঘনা গুহ ঠাকুরতা, সংগীতশিল্পী সাদী মোহাম্মদ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/টিআর

আ ক ম মোজাম্মেল হক মুক্তিযোদ্ধা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর