Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় ট্রাকচাপায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২১ ২২:২৩

নেত্রকোনা: পুর্বধলা উপজেলায় ট্রাকচাপায় তানিয়া আক্তার (৯) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার আতকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত তানিয়া উপজেলার সদর ইউনিয়নের খারছাইল গ্রামের নুরুল হকের মেয়ে।

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, নিহত শিশুটি তার বাবার দোকানে রাতের খাবার নিয়ে যাচ্ছিল। এসময় পিছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক চাপা দিয়ে চলে যায়। এসময় স্থানীয় জনতারা সড়ক অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ওসি শিবিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সারাবাংলা /এসএসএ

নেত্রকোনা পুর্বধলা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর