মিশরে ১ দিনে ১১ জনের ফাঁসি
২ মার্চ ২০২১ ২২:১৩
মিশরে হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে মঙ্গলবার (২ মার্চ) ১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়। নিরাপত্তা বাহিনীর সূত্রে এ খবর জানিয়েছে এএফপি।
একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এই ফাঁসির ঘটনার নিন্দা জানিয়েছে। নাম না প্রকাশ করার শর্তে নিরাপত্তা বাহিনীর একজন জানান, আলেকজান্দ্রিয়া শহরের কাছে বোর্গ আল আরব কারাগারে ১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
ওই নিরাপত্তা কর্মকর্তা জানান, সাম্প্রতিক বছরগুলোতে আলেকজান্দ্রিয়া ও বেহেইরা অঞ্চলে কয়েকটি হত্যা মামলায় দণ্ডিত ছিলেন ওই ১১ জন।
সর্বশেষ শনিবার (২৭ ফেব্রুয়ারি) তিন নারীসহ পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তার দুই দিন পার না হতেই মঙ্গলবার ১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর হলো।
এর আগে, ডিসেম্বরে লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির শাসনকালে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছিল। সংস্থাটি তখন জানিয়েছিল, ২০২০ সালে অক্টোবর ও নভেম্বরে অন্তত ৫৭ জন নারী-পুরুষকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
এ ব্যাপারে অ্যামেনস্টির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাবিষয়ক গবেষণা পরিচালক ফিলিপ লুথার বলেন, মিশর সম্প্রতিক মাসগুলোতে অনেক মানুষকে ফাঁসিতে ঝুলিয়ে ভয়াবহ মৃত্যুদণ্ড কার্যকরে মেতে উঠেছে। এমনকি মিশরের কর্তৃপক্ষ কতজনের মৃত্যুদণ্ড কার্যকর করছে বা কতজন মৃত্যুদণ্ড প্রাপ্ত, সেই হিসাবও দেয় না।
অন্যদিকে, নিউইয়র্কভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচও মিশরের এই গণহারে মৃত্যুদণ্ড কার্যকরের ব্যাপক সমালোচনা করেছে। দুটি সংগঠনই তাৎক্ষণিক এই মৃত্যুদণ্ড কার্যকর রদ করতে আহ্বান জানায়।
সারাবাংলা/একেএম
অ্যামেনস্টি ইন্টারন্যাশনাল টপ নিউজ মিশর মৃত্যুদণ্ড হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)