Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
২ মার্চ ২০২১ ২১:২৯

খাগড়াছড়ি: এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক মো. সোহেল রানার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) ছাত্রীর বাবা বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় এই মামলা দায়ের করেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি শিক্ষক সোহেল রানা ফেল করে দেওয়া, নম্বর কম দেওয়ার ভয় দেখিয়ে ওই ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা আবু হানিফ বলেন, আসামি গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চলছে।

সারাবাংলা /এসএসএ

ছাত্রীকে যৌন হয়রানি শিক্ষকের বিরুদ্ধে মামলা