Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অশ্লীল’ নৃত্যের অভিযোগে ৪ প্রবাসীকে খুঁজছে কুয়েত দূতাবাস

স্পেশাল করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২১ ১৮:০৫ | আপডেট: ২ মার্চ ২০২১ ২০:৫৬

ঢাকা: ‘অশ্লীল’ নৃত্যের অভিযোগে চার কুয়েত প্রবাসীকে খুঁজছে উপসাগরীয় দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২ মার্চ) এই চার জনের ঠিকানা, পরিচয় ও মোবাইল নম্বর জানানোর অনুরোধ করা হয়।

দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কুয়েতপ্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্যে জানানো যাচ্ছে, সম্প্রতিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক/টিকটক) ছড়িয়ে পড়া একটি ভিডিওতে চার জন বাংলাদেশিকে কুয়েতি দিনার ছিটিয়ে অশ্লীল নৃত্য করতে দেখা যায়।’

বিজ্ঞাপন

‘এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড কুয়েতে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন করেছে’- উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ভিডিওর সঙ্গে জড়িতদের ঠিকানা, পরিচয়, মোবাইল নম্বর জানা থাকলে অতিসত্বর বাংলাদেশ দূতাবাস, কুয়েতে জানানোর জন্যে অনুরাধ করা যাচ্ছে।’

আরও বলা হয়, ‘সেইসঙ্গে প্রবাসে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এরকম যেকোনো কাজকর্ম থেকে বিরত থাকা এবং স্থানীয় আইন-কানুন মেনে চলার জন্যে কুয়েতপ্রবাসী বাংলাদেশিদের কঠোর নির্দেশনা প্রদান করা হচ্ছে।’

সারাবাংলা/জেআইএল/এমআই

অশ্লীল নৃত্য কুয়েত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর