Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জানুয়ারিতেই ভ্যাকসিন নিয়েছিলেন ট্রাম্প’

আন্তর্জাতিক ডেস্ক
২ মার্চ ২০২১ ১৭:৫১ | আপডেট: ২ মার্চ ২০২১ ২২:০৭

চলতি বছরের জানুয়ারিতে হোয়াইট হাউজ ছেড়ে যাওয়ার আগেই নভেল করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন নিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। সোমবার (১ মার্চ) এ তথ্য জানিয়েছেন ট্রাম্পের একজন সাবেক উপদেষ্টা। যদিও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেননি ওই উপদেষ্টা। খবর এএফপি।

২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জো বাইডেন। অভিষেকের আগেই ২১ ডিসেম্বর তিনি প্রকাশ্যে করোনার ভ্যাকসিন নেন। কিন্তু ট্রাম্পের ভ্যাকসিন গ্রহণের বিষয়টি আগে প্রকাশ পায়নি।

বিজ্ঞাপন

এদিকে হোয়াইট হাউজ ছাড়ার পর রোববার (২৮ ফেব্রুয়ারি) দেওয়া বক্তব্যে প্রথমবারের মতো ট্রাম্পকে বলতে দেখা গেছে, প্রত্যেকের উচিত কোভিড-১৯ প্রতিরোধী ভ্যাকসিন নেওয়া। তবে সাবেক রিপাবলিকান প্রেসিডেন্টের ভ্যাকসিন নেওয়ার খবরে সংশয় প্রকাশ করেছেন তার কয়েকজন সমর্থক।

এর আগে, ২০২০ সালের অক্টোবরের শুরুতে করোনায় আক্রান্ত হয়েছিলেন ট্রাম্প। ওয়াশিংটনের ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় পাঁচ লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে দুই কোটি ৯৩ লাখ। বিশ্বে মৃত্যু ও আক্রান্তের দিক দিয়ে শীর্ষে রয়েছে দেশটি।

শুরু থেকেই মহামারি মোকাবিলায় নানা সমালোচনার মুখে পড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। মাস্ক ও লকডাউনবিরোধী অবস্থান নিয়ে বিতর্ক তৈরি করেন তিনি।

পাশাপাশি, করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে চীনের দিকে বারবার আঙুল তুলে বেইজিংয়ের সঙ্গেও দ্বন্দ্বে জড়িয়েছিলেন তিনি। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী বাইডেনের কাছে ট্রাম্পের পরাজয়ের অন্যতম কারণ হিসেবে করোনা পরিস্থিতি নিয়ে তার ব্যর্থতাকে দেখা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

করোনা ভ্যাকসিন জানুয়ারি টপ নিউজ ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর