Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আপন জুয়েলার্সের মালিক দিলদার হোসেনের বিরুদ্ধে চার্জশিট

স্টাফ করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২১ ১৬:২১ | আপডেট: ২ মার্চ ২০২১ ১৮:৩২

ঢাকা: শুল্ক ও কর ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে স্বর্ণালঙ্কার মজুদের অভিযোগে আপন জুয়েলার্সের মালিক দিলদার হোসেন সেলিমের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনের মামলায় চার্জশিট দাখিল করেছে কাস্টম গোয়েন্দা সংস্থা।

মামলার তদন্ত কর্মকর্তা সহকারী রাজস্ব কর্মকর্তা দেলোয়ার হোসেন গত ২৮ ফেব্রুয়ারি একমাত্র আসামি করে এ চার্জশিট দাখিল করেন।

গত ১ মার্চ মামলাটি আদালতে উত্থাপন করা হয় এবং আগামী ৭ মার্চ বদলির জন্য আদেশ দেওয়া হয়েছে।

জানা যায়, ২০১৭ সালের ১২ আগস্ট চোরাচালানের মাধ্যমে আনা প্রায় ১৫ মণ সোনা ও হীরা জব্দের ঘটনায় এবং এসব মূল্যবান ধাতু কর নথিতে অপ্রদর্শিত ও গোপন রাখার দায়ে আপন জুয়েলার্সের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে পাঁচটি মামলা করেছে শুল্ক গোয়েন্দা। এর মধ্যে মধ্যে গুলশান থানায় দুটি, ধানমন্ডি থানায় একটি মামলা উত্তরা থানায় একটি মামলা ও রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়।

সারাবাংলা/এআই/এসএসএ

আপন জুয়েলার্স চার্জশিট দিলদার হোসেন