Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে মোট ভোটার ১১ কোটি ১৭ লাখ

স্পেশার করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২১ ১৪:২৩ | আপডেট: ২ মার্চ ২০২১ ১৭:৩৩

ঢাকা: জাতীয় ভোটার দিবসে নতুন বছরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকায় অনুযায়ী দেশে মোট ভোটার ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন।

মঙ্গলবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবসে চূড়ান্ত ভোটার তালিকায় এ তথ্য প্রকাশ করা হয়েছে। এর আগে গত ১৭ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল ইসি।

জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, দেশে মোট ভোটারের সংখ্যা ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৫ কোটি ৬৫ লাখ ৯৮ হাজার ৫ জন, নারী ভোটার ৫ কোটি ৫১ লাখ ২২ হাজার ২২৩ জন এবং তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটার ৪৪১ জন।

এর আগে গত ১৭ জানুয়ারি প্রকাশিত খসড়া ভোটার তালিকায় মোট ভোটার ছিল ১১ কোটি ১২ লাখ ৮৪ হাজার ১৫৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছিল ৫ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৫১৩, নারী ভোটার ৫ কোটি ৪৮ লাখ ৯৯ হাজার ২৭০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩৭৫ জন ছিল।

উল্লেখ্য, ২০২০ সালের ২ মার্চ দেশে মোট ভোটার ছিল ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৫৪ লাখ ৮২ হাজার ৫৩০ জন এবং নারী ভোটার ৫ কোটি ৪৩ সলাখ ৩৬ হাজার ২২২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩৬০ জন।

সারাবাংলা/জিএস/পিটিএম

১১ কোটি ১৭ লাখ টপ নিউজ নির্বাচন কমিশন মোট ভোটার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর