বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক হানিফ আর নেই
২ মার্চ ২০২১ ১০:৩৬
বরিশাল : বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সাবেক অধ্যক্ষ ও বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক মো. হানিফ মৃত্যুবরণ করেছেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
সোমবার (১ মার্চ) রাত সোয়া ১০টায় ঢাকায় ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আলামিন সরোয়ার এই তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে আলামিন সরোয়ার জানান, শিক্ষাবিদ অধ্যাপক মো. হানিফ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সর্বশেষ চিকিৎসার জন্য তাকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সারাবাংলা/এনএস
অধ্যাপক মো. হানিফ টপ নিউজ মৃত্যু সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ