Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশ্রয়ণ প্রকল্পের ঘর ভাঙচুরের মামলায় ইউপি সদস্যসহ ৫ জন কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২১ ১০:০৩

বরিশাল: জেলার বানারীপাড়া উপজেলার সাকরাল গ্রামে আশ্রয়ণ প্রকল্পে নির্মাণাধীন ঘর ভাঙচুরের মামলায় ইউনিয়ন পরিষদের সদস্যসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১ মার্চ) বিকেলে তাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বরিশাল জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন সোমবার বিকেলে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃত ৫ জন হলেন- উপ‌জেলার চাখার ইউ‌নিয়‌ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য ও একই ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি দিপু দত্ত, আশ্রয়ণ প্রক‌ল্পের ঠিকাদার রামপ্রসাদ মন্ডল, লেবার সর্দার ইমরান সিকদার, মো. সা‌দিক শেখ ও মিশকাত মোল্লা।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে পু‌লিশ সুপার জানান, প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় সারাদেশে গৃহ ও ভূমিহীনদের জন্য জমিসহ ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। ওই প্রকল্পের আওতায় বানারীপাড়ার চাখার ইউনিয়নের সাকরাল এলাকায় ১০০ ঘর নির্মাণ করছে উপজেলা প্রশাসন। গত ২১ ফেব্রুয়ারি রাতে ওই নির্মানাধীন ঘরের ২৬টি পিলার ও এক‌টি ঘরের দেয়াল ভাঙচু‌র করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় পর‌দিন ২২ ফেব্রুয়ারি চাখার ইউ‌নিয়ন সহকারী ভূমি কর্মকর্তা বাদশা মিয়া বাদি হয়ে ৪/৫ জনকে আসামি করে থানায় এক‌টি মামলা দায়ের করেন। ওই মামলায় গত রোববার রাতে ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে আশ্রয়ণ প্রকল্পের ঠিকাদার রাম প্রসাদ মন্ডল ও লেবার সর্দার ইমরান সিকদার ঘর ভাঙচুর করার কথা স্বীকার করেন। সোমবার বিকেলে তাদের আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

আশ্রয়ণ প্রকল্প ইউপি সদস্য বরিশাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর