Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে জঙ্গি সংগঠনের ৪ সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২১ ০৯:২১

ঢাকা: রাজধানীর ভাষানটেক, তেজগাঁও, যাত্রাবাড়ী ও সাভার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (১ মার্চ) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী। তিনি জানান, রোববার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. কলিম উল্ল্যাহ (৩৭), মো. তাসকিন হাসান আকন্দ ওরপে আনন্দ (১৯), মো. জাহাঙ্গীর মিয়া ওরপে জহিরুল ইসলাম ওরপে মাসুদ (২৩) ও মো. আলী রাসেল (৩৪)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি প্রদান করেছে। তাদের কাছ থেকে ১১টি উগ্রবাদী বই, চারটি ট্রাভেল ব্যাগ, জঙ্গি কার্যক্রমে ব্যবহৃত পাঁচটি মোবাইল এবং ১২৬টি জঙ্গিবাদী কথোপকথনের প্রমাণাদি জব্দ করা হয়।

সারাবাংলা/এসএইচ/এএম

আনসার-আল ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর