সবার উচিৎ দেশের মানুষের কল্যাণে কাজ করা: গাজী গোলাম মর্তুজা
২ মার্চ ২০২১ ০৯:০২ | আপডেট: ২ মার্চ ২০২১ ০৯:০৭
নারায়ণগঞ্জ: গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেছেন, ‘দেশবিরোধী অপরাধী চক্র যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেই ব্যাপারে সবার সতর্ক দৃষ্টি রাখতে হবে। সবার উচিৎ দেশের মানুষের কল্যাণে কাজ করা।’
সোমবার (১ মার্চ) বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইছাখালী এলাকায় অনুষ্ঠিত এক মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুজিব শতবর্ষ ও স্বাধীনতা দিবস উপলক্ষে কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে এই আয়োজন করা হয়।
গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেন, ‘মার্চ মাস বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাক্ষী। ১৯৭১ সালের এই মাসে তীব্র আন্দোলনের পরিণতিতে শুরু হয় মহান স্বাধীনতা যুদ্ধ। বাংলার আন্দোলন সংগ্রামের ঘটনাবহুল ও বেদনাবিধুর স্মৃতি বিজড়িত ১৯৭১ এর এই মার্চ মাসেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে শুরু হয় অসহযোগ আন্দোলন। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ ২৩ বছরের আন্দোলন সংগ্রামের চূড়ান্ত পর্বে এসে শুরু হয় সশস্ত্র মুক্তিযুদ্ধ। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটেছিল বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের। ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠা হলেও চূড়ান্ত আন্দোলনের সূচনা হয়েছিল একাত্তরের ১ মার্চ থেকেই।’
তিনি আরও বলেন, ‘যারা শ্রম দিয়ে আওয়ামী লীগকে সু সংগঠিত করেছে, তাদের এই দলের প্রতি যতটা মায়া থাকবে। অন্য কারও এই দলের প্রতি মায়া থাকবে না।’
কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক ভুঁইয়া ও কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাদিম হোসেন অপু’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শেখ সাইফুল ইসলাম, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাহেদ আলী, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ বজলুর রহমান, আওয়ামী লীগ নেতা তাবিবুল কাদির তমাল, মতিউর রহমান আকন্দ ও শ্রী রবি রায়, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিনসহ কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা লীগ, যুবমহিলা লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এমও