Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিয়া-খালেদার প্রতিকৃতিতে সাজানো হলো বিএনপি কার্যালয়

স্পেশাল করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২১ ২২:৫১ | আপডেট: ২ মার্চ ২০২১ ০৮:৫৩

ঢাকা: স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতি দিয়ে সাজানো হয়েছে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। ভবনে সামনে বসানো হয়েছে বড়পর্দার টেলিভিশন—যেখানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শাসনামালের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রামাণ্যচিত্র সারাবছর দেখানো হবে।

রোববার (১ মার্চ) রাত ৮টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বোতাম টিপে এই সাজসজ্জা, বইমেলা ও চিত্র প্রদর্শনী কর্মসূচি উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

 

সাজসজ্জা ও মুক্তিযুদ্ধের বইমেলা সংক্রান্ত কমিটির আহবায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের পরিচালনায় অনুষ্ঠানে বিএনপির সূবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহবায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সেলিমা রহমান, আমান উল্লাহ আমান, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, বিলকিস জাহান শিরিন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নাজিম উদ্দিন আলম, আফরোজা আব্বাস, শিরিন সুলতানা, মোস্তাফিজুর রহমান বাবুল, কাজী রওনাকুল ইসলাম, রফিক শিকদার, আহসান উল্লাহ চৌধুরী, আমিরুল ইসলাম খান আলিম, হাবিবুর রশীদ হাবিব ও শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

এছাড়া দলীয় কার্যালয়ে আলোকসজ্জা করা হয়েছে। ভবনের সামনে আইল্যান্ড জাতীয় পতাকা ও দলীয় পতাকা দিয়ে সাজানো হয়েছে।

সারাবাংলা/এজেড/এমআই

টপ নিউজ পল্টন বিএনপি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর