Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর সহধর্মিণী লিলি চৌধুরী আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২১ ২২:২৯ | আপডেট: ২ মার্চ ২০২১ ০০:৪৪

ঢাকা: বিশিষ্ট নাট্যাভিনেত্রী লিলি চৌধুরী আর নেই। তিনি শহিদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর সহধর্মিণী ছিলেন।

সোমবার (১ মার্চ) বিকেল সাড়ে ৫টায় বনানীর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন তার ছেলে আসিফ মুনীর তন্ময়।

তিনি বলেন, বার্ধক্যজনিত কারণে মা মারা গেছেন। তিনি কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন। আজ ঘুমের মধ্যেই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ সারাবাংলাকে বলেন, আগামীকাল (মঙ্গলবার, ২ মার্চ) সকাল সাড়ে ১০টা পর্যন্ত আত্মীয়-স্বজনদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ বনানীর বাসভবনে রাখা হবে। পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মরদেহ কেন্দ্রীয় শহিদ মিনারে রাখা হবে।

বাদ জোহর বনানী কবরস্থানে জানাজা শেষে তার মা ও ছেলের কবরের পাশে তাকে দাফন করা হবে বলেও জানান হাসান আরিফ।

সারাবাংলা/টিআর

টপ নিউজ মুনীর চৌধুরী লিলি চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর