পঞ্চম ধাপের পৌরসভায় ভোট পড়েছে ৫৮.৬৭ শতাংশ
১ মার্চ ২০২১ ২২:৩৮ | আপডেট: ২ মার্চ ২০২১ ০০:৫৬
ঢাকা: পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনে মেয়র পদে ভোট পড়েছে ৫৮ দশমিক ৬৭ শতাংশ। এই ধাপের নির্বাচনে মোট ১৪ লাখ ৮৫ হাজার ৮২০ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৮ লাখ ৭১ হাজার ৭৩৩ জন। নির্বাচন কমিশন (ইসি) সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসির উপসচিব মো. আতিয়ার রহমান জানান, গত ২৮ ফেব্রুয়ারি ৩২টি পৌরসভায় নির্বাচন হওয়ার কথা থাকলেও তিনটি পৌরসভায় (চট্টগ্রামের মিরসরাই ও রাউজান এবং মাদারীপুরের শিবচর) সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে ওইদিন ২৯টি পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হয়।
ইসি সূত্র জানায়, পঞ্চম ধাপের পৌরসভায় সবচেয়ে বেশি ভোট পড়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল পৌরসভায়। এই পৌরসভায় ভোট পড়েছে ৮১ দশমিক ৫৪ শতাংশ। অন্যদিকে এবারের পৌরসভা নির্বাচনে সবচেয়ে কম ভোট পড়েছে লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভায়। এই পৌরসভায় ভোট পড়েছে মাত্র ৪৩ দশমিক ৭৬ শতাংশ।
এর আগে গত ২৮ ডিসেম্বরের প্রথম ধাপের ভোটে ৬৫ শতাংশ, ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে ৬১ দশমিক ৯২ শতাংশ, ৩০ জানুয়ারির তৃতীয় ধাপে ৭০ দশমিক ৪২ শতাংশ এবং ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে ৬৫ দশমিক ৬৮ শতাংশ ভোট পড়ে।
সারাবাংলা/জিএস/এমআই