৮১ রোহিঙ্গাকে আশ্রয় দিতে ভারতের প্রতি আহ্বান
১ মার্চ ২০২১ ২১:৫৭ | আপডেট: ১ মার্চ ২০২১ ২২:২১
আন্দামান সাগরে ভাসমান ৮১ জন রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য ভারত সরকারের কাছে অনুরোধ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। একইসঙ্গে ভারতের রোহিঙ্গা শরণার্থীরাদের সংগঠনও একই অনুরোধ করেছে। খবর আলজাজিরা।
এই ৮১ জন রোহিঙ্গা গত দুই সপ্তাহের অধিক সময় ধরে সাগরে ভাসছে। গত ফেব্রুয়ারি মাস থেকে আটকে পড়া রোহিঙ্গাদের খাদ্য, চিকিৎসা এবং প্রযুক্তিগত সহায়তা সরবরাহ করছে ভারত। এসব রোহিঙ্গা গাদাগাদি করে একটি মাছ ধরার নৌকায় করে দক্ষিণ বাংলাদেশ থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেয়। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে নৌকাটি বিকল হয়ে গেলে তারা সেখানে আকটে পড়ে।
গত ১ ফেব্রুয়ারি নৌকাটি যাত্রা শুরু করার পর এ পর্যন্ত আটজন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। আর বেঁচে যাওয়া ৮১ জন রোহিঙ্গাদের বেশির ভাগই অসুস্থ ও চরম মাত্রায় পানিশূন্যতায় ভুগছেন।
ভারত নৌকাটি মেরামত করে দিলেও নিজ দেশে প্রবেশের অনুমতি দিচ্ছে না। তারা চায় এটা বাংলাদেশে ফিরে যাক।
সোমাবার (১ মার্চ) রোহিঙ্গা হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ’র (আরএইচআরআই) পরিচালক সাব্বার কিয়া মিন বলেন, ‘আমরা ভারতের কর্তৃপক্ষকে আটকে পড়া রোহিঙ্গাদের উদ্ধার করে নিয়ে আসার জন্য অনুরোধ করেছি। কোনো দেশ কি ৮১ জন মানুষকে বাঁচানোর বিষয় অস্বীকার করতে পারে?’
আরও পড়ুন: ভারতের হস্তক্ষেপে ৮১ রোহিঙ্গা শরণার্থী উদ্ধার
তিনি আরও বলেন, ইতোমধ্যে আটজনের মৃত্যু হয়েছে। তাদের লাশ পাওয়ার অধিকার আমাদের রয়েছে। ভারতে আশ্রয় নেওয়া ১৬ হাজার রোহিঙ্গা শরণার্থী দুর্দশাগ্রস্থ এসব রোহিঙ্গাদের গ্রহণ করার জন্য ভারত সরকারের কাছে অনুরোধ করেছে বলেও উল্লেখ করেন তিনি।
হিউম্যান রাইটস ওয়াচ’র দক্ষিণ এশিয়ার পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, ভারতের উচিত আন্তর্জাতিক আইনের অধীনে তার দায়িত্ব পালন করা এবং শরণার্থীদের রক্ষা করা।
তিনি আরও বলেন, রোহিঙ্গারা অনেক নির্যাতনের শিকার হয়েছে। আর অনেক দিন ধরে তারা মরিয়া হয়ে এমন জায়গা খুঁজছে, যেখানে তাদের স্বাগত জানানো হবে এবং তারা নিরাপদ থাকবেন। কিন্তু, বিশ্বের কোনো তাদের নিতে রাজি নয়, এমনকি তাদের প্রতি সহানুভূতিশীলও নয়।
সাগরে আটকা পড়া ৮১ জন রোহিঙ্গাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কিনা- এ বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। এমনকি বাংলাদেশের দিক থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সারাবাংলা/এনএস