Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরাইলের জাহাজ বিস্ফোরণের পেছনে ইরান: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
১ মার্চ ২০২১ ১৯:৫১ | আপডেট: ১ মার্চ ২০২১ ২২:৫৪

ওমান উপসাগরে ইসরাইলের মালিকানাধীন জাহাজ বিস্ফোরণের পেছনে ইরানের হাত রয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী তেহরানের দিকে আঙ্গুল তোলার একদিন পর একই অভিযোগ করলেন তিনি। খবর আলজাজিরা।

সোমবার (১ মার্চ) সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিযোগ করেন নেতানিয়াহু। তবে তার দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি।

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) বলেছিলেন, প্রাথমিকভাবে দেখা গেছে- ইরান এই বিস্ফোরণের জন্য দায়ী। একইসঙ্গে মার্কিন ও জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূতও এই বিস্ফোরণের জন্য ইরানকে দায়ী করেন। এ ঘটনা এই অঞ্চলের নিরাপত্তাকে আবারও হুমকির মধ্যে ফেলেছে।

এ ঘটনায় প্রতিশোধ নেওয়া হবে কিনা- এমন এক প্রশ্নের জবাবে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের পরমাণু কর্মসূচির তীব্র সমালোচনা করে বলেন, ইরানকে পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখতে তিনি সংকল্পবদ্ধ।

তিনি আরও বলেন, ইরান আমাদের প্রধান শত্রু। তাকে প্রতিরোধ করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। সেজন্য আমরা বিষয়টা নিয়ে পুরো অঞ্চল জুড়ে কাজ করছি।

এর আগে, শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এমভি হেলিওস রে নামক গাড়ি পরিবহনের জাহাজটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছে, এ ঘটনায় জাহাজটির উভয় পাশে গর্তের সৃষ্টি হয়। পরে রোববার (২৮ ফেব্রুয়ারি) জাহাজটি মেরামতের জন্য দুবাইয়ের বন্দরে ভেড়ানো হয়। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তার কারণ এখনো যানা যায়নি।

সারাবাংলা/এনএস

ইরান ইসরাইল জাহাজ বিস্ফোরণ টপ নিউজ বেনিয়ামিন নেতানিয়াহু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর