কর্ণফুলী দূষণে ‘চিন হুং ফাইবার্স’কে ৫ লাখ টাকা জরিমানা
১ মার্চ ২০২১ ১৯:৩২ | আপডেট: ১ মার্চ ২০২১ ১৯:৩৪
চট্টগ্রাম ব্যুরো: তরল বর্জ্য ফেলে কর্ণফুলী নদী দূষণের দায়ে চট্টগ্রাম নগরীতে একটি কারখানাকে চার লাখ ৮০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদফতর। ‘চিন হুং ফাইবার্স লিমিটেড’ নামে দেশিয় প্রতিষ্ঠানটির অবস্থান নগরীর চান্দগাঁও শিল্প এলাকায়।
সোমবার (১ মার্চ) পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে শুনানি শেষে পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী এ আদেশ দিয়েছেন।
পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক সারাবাংলাকে জানান, গত ১৬ ফেব্রুয়ারি কারখানাটি পরিদর্শনের সময় দেখা যায়, কারখানার বর্জ্য পরিশোধনাগারের (ইটিপি) থেকে ট্যাংকের সঙ্গে পার্শ্ববর্তী ড্রেনের সরাসরি সংযোগ আছে। এতে ট্যাংক থেকে তরল বর্জ্য ‘প্রেশার ফিল্টার ট্যাংকে’ না গিয়ে সরাসরি চলে যাচ্ছে ড্রেনে। আর ড্রেন থেকে গিয়ে পড়ছে কর্ণফুলী নদীতে।
পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী সারাবাংলাকে বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ দীর্ঘদিন ত্রুটিপূর্ণভাবে ইটিপি পরিচালনা করে আসছিল। এর ফলে গ্রহণযোগ্য মানমাত্রা বহির্ভূত তরল বর্জ্য নির্গমনের মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের পাশাপাশি কর্ণফুলী নদী দূষণের বিষয়টি পরিদর্শনে প্রমাণ হয়েছে। শুনানিতে তারা এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো জবাব দিতে পারেনি। প্রতিষ্ঠানটিকে ৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করে সাতদিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
এছাড়া ইটিপি আধুনিকায়নের নকশা পরিবেশ অধিদফতরে জমা দেওয়ার জন্যও বলা হয়েছে কারাখানটিকে।
সারাবাংলা/আরডি/এমও