Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনারগাঁওয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, মাদরাসা শিক্ষক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২১ ১৯:১০

নারায়ণগঞ্জ: জেলার সোনারগাঁওয়ে ৭ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় মাওলানা মোশাররফ মল্লিককে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।

মাওলানা মোশারফ মল্লিক (৫৫) ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার চেচরী গ্রামের মৃত কালু মল্লিকের ছেলে। বর্তমানে কাঁচপুর (সোনাপুর) কুদ্দুসের বাড়ির ভাড়াটিয়া তিনি। রোববার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টায় তাকে গ্রেফতার করে পুলিশ।

সোনারগাঁও থানার উপপরিদর্শক (এসআই) হাসিব হোসেন জানান, সোনারগাঁও থানার কাচঁপুর সোনাপুর এলাকায় ফয়েজিয়া কওমিয়া নুরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার ৩য় তলায় মাওলানা মোশারফ হোসেন নিজ কক্ষে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা চালায়।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বলেন, ‘ভিকটিম ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করেছিলেন ওই শিক্ষক। শিশুটির মায়ের অভিযোগের প্রেক্ষিতে গত ২৮ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)এর (খ) ধারায় সোনারগাঁ থানায় মামলা হয়। মামলা নং-৩৯। তদন্তকারী অফিসার এসআই হাসিব হোসেনের নেতৃত্বে আসামিকে গ্রেফতার করা হয়।

পরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমও

ধর্ষণচেষ্টা মাদরাসা শিক্ষক

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর