Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিএমপির ৮ উপকমিশনার পদে রদবদল

স্পেশাল করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২১ ১৮:৩০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার পদে আট জনের রদবদল হয়েছে।

সোমবার (১ মার্চ) সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর রদবদলের আদেশ দিয়েছেন।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) শাহ মোহাম্মদ আব্দুর রউফ সারাবাংলাকে বলেন, ‘নিয়মিত বদলির অংশ হিসেবে আটজন উপকমিশনারের কর্মস্থল পরিবর্তন হয়েছে। কমিশনার স্যার দুপুরে বদলির আদেশে স্বাক্ষর করেছেন।’

চার বছর সাতমাস ধরে নগর পুলিশের অপরাধ বিভাগের পশ্চিম জোনে দায়িত্ব পালন করে আসা ফারুক উল হককে গোয়েন্দা ইউনিটের পশ্চিম জোনের দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে বন্দর জোনেরও অতিরিক্ত দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

আর অপরাধ বিভাগের পশ্চিম জোনের দায়িত্ব পেয়েছেন নগর বিশেষ শাখার আব্দুল ওয়ারিশ খান। গোয়েন্দা ইউনিটের পশ্চিম জোনের উপকমিশনার মনজুর মোরশেদ ওয়ারিশের স্থলাভিষিক্ত হয়ে বিশেষ শাখার দায়িত্ব পালন করবেন।

নগর পুলিশের ট্রাফিক বিভাগের পশ্চিম জোনের উপকমিশনার জয়নুল আবেদিনকে সিএমপি কমিশনারের কার্যালয়ের উপকমিশনার (ক্রাইম) করা হয়েছে। ওই পদে থাকা এনএম নাসিরউদ্দিনকে ট্রাফিক বিভাগের দক্ষিণ জোনের দায়িত্ব দেওয়া হয়েছে। পটুয়াখালীর পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ শহীদুল্লাহ বদলি হওয়ায় সিএমপির ট্রাফিক বিভাগের দক্ষিণ জোনের উপকমিশনার পদটি শূন্য হয়।

এদিকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম-বন্দর) উপকমিশনার শাকিলা সোলতানাকে ট্রাফিক বিভাগের বন্দর জোনে বদলি করে সেখানে দায়িত্বে থাকা তারেক আহমেদকে দেওয়া হয়েছে ট্রাফিক বিভাগের পশ্চিম জোনের দায়িত্ব। এছাড়া উপকমিশনার জসীম উদ্দিনকে পিওএম- উত্তর বিভাগে বদলি করা হয়েছে। তাকে পিওএম-বন্দর বিভাগের অতিরিক্ত দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমআই

উপকমিশনার সিএমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর