বিঘ্ন ঘটতে পারে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সম্প্রচারে
১ মার্চ ২০২১ ১৮:১৮ | আপডেট: ১ মার্চ ২০২১ ২০:১৬
ঢাকা: সৌর গোলযোগের (সান আউটেজ) কারণে আগামী ৬ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে। এই ৯ দিনের প্রত্যেক দিনই নির্দিষ্ট কয়েক মিনিট এই বিঘ্ন ঘটার শঙ্কা রয়েছে।
সোমবার (১ মার্চ) বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। প্রাকৃতিক এই স্বাভাবিক ঘটনার জন্য বিসিএসসিএল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
বিসিএসসিএল বলছে, আগামী ৬ মার্চ বাংলাদেশ সময় সকাল ৯টা ৫৪ মিনিট থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত অর্থাৎ ৭ মিনিট সময় বঙ্গবন্ধু স্যাটেলাইটের সম্প্রচারে বিঘ্ন ঘটতে পারে। ৭ মার্চ ৯টা ৫২ থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত অর্থাৎ ১১ মিনিট সম্প্রচার কাজে বিঘ্ন ঘটতে পারে। ৮ মার্চ সকাল ৯টা ৫০ থেকে ১০টা ৪ মিনিট পর্যন্ত অর্থাৎ ১৪ মিনিট সম্প্রচারে বিঘ্ন ঘটতে পারে।
৯ মার্চ ৯টা ৪৯ মিনিট থেকে ১০টা ৪ মিনিট পর্যন্ত অর্থাৎ ১৫ মিনিট সম্প্রচার কাজে বিঘ্ন ঘটতে পারে। একইভাবে ১০ মার্চ একই সময়ের ১৫ মিনিট সম্প্রচারে বিঘ্ন ঘটার শঙ্কা রয়েছে। ১১ মার্চ ৯ টা ৪৯ থেকে ১০টা ৫ মিনিট অর্থাৎ ১৬ মিনিট সম্প্রচার কাজে বিঘ্ন ঘটতে পারে। ১২ মার্চ সকাল ৯ টা ৪৯ থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত অর্থাৎ ১৪ মিনিট সম্প্রচার কাজে বিঘ্ন ঘটতে পারে।
১৩ মার্চ ৯টা ৫০ থেকে ১০টা ২ মিনিট পর্যন্ত অর্থাৎ ১২ মিনিট সম্প্রচার কাজে বিঘ্ন ঘটতে পারে। আর ১৪ মার্চ সকাল ৯ টা ৫১ মিনিট থেকে ১০ টা পর্যন্ত অর্থাৎ ৯ মিনিট সম্প্রচার কাজে বিঘ্ন ঘটার শঙ্কা রয়েছে।
সারাবাংলা/ইএইচটি/এমও