বেনাপোল দিয়ে দেশত্যাগ করেন পি কে হালদার
স্টাফ করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২১ ১৮:১৪ | আপডেট: ১ মার্চ ২০২১ ২০:১৭
১ মার্চ ২০২১ ১৮:১৪ | আপডেট: ১ মার্চ ২০২১ ২০:১৭
ঢাকা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশত্যাগ করেছেন এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদার।
সোমবার (১ মার্চ) ইমিগ্রেশন পুলিশ কতৃপক্ষ অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে এ তথ্য জানিয়েছে।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আগামী ১৫ মার্চ এ বিষয়ে শুনানি হবে।
বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, পি কে হালদার ২০১৯ সালের ২৩ অক্টোবর বিকেলে ৩টা ৪৭ মিনিটে দেশত্যাগ করেন বেনাপোল স্থলবন্দর দিয়ে। দেশত্যাগের সময় পি কে হালদার বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করেছেন।
সারাবাংলা/কেআইএফ/এমআই