Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুদকের মামলায় গ্রেফতার বরকত-রুবেল

স্টাফ করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২১ ১৭:৩৬

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের মামলায় ফরিদপুর জেলার আওয়ামী লীগের অব্যাহতি পাওয়া সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ফরিদপুর প্রেস ক্লাব থেকে অব্যাহতি পাওয়া সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

সোমবার (১ মার্চ) বিলেলে ঢাকা মহানগর স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম এ আদেশ দেন। গত ১৩ জানুয়ারি দুদকের উপ-পরিচালক এ মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আলী আকবর গ্রেফতার দেখানো এ আবেদন করেন।

বিজ্ঞাপন

আসামি রুবেলের বিরুদ্ধে দায়ের করা মামলায় ২৮ কোটি ৩৫ লাখ ১০ হাজার ১৭০ টাকার জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ১৭ কোটি ৯০ লাখ ৩ হাজার ১৪১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ করা হয়। তিনি দুদকের ২৪ কোটি ৪৬ লাখ ৫২ হাজার ৫১৮ টাকার সম্পদের হিসাব দাখিল করেন।

অন্যদিকে আসামি বরকতের বিরুদ্ধে দায়ের করা মামলায় ৪৪ কোটি ৪৯ লাখ ৬৮ হাজার ৮৩২ টাকার জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ৩৬ কোটি ৪০ লাখ ৫৫ হাজার ৬৫২ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ করা হয়। তিনি দুদকের ৩৯ কোটি ৪৮ লাখ ২৮ হাজার ২৫৮ টাকার সম্পদের হিসাব দাখিল করেন।

গত বছর ১২ নভেম্বর গ্রেফতার দেখানোর আবেদনকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুই ভাইয়ের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেন।

মামলার বিবরণে বলা হয়, আসামি বরকত ও রুবেল প্রথম জীবনে ফরিদপুর জেলার রাজবাড়ী মোড়ে স্থানীয় প্রভাবশালী নেতা চাঁন খন্দকারের অফিসে চা-পান সরবরাহ করত। ১৯৯৪ সালে চাঁন খন্দকরের নির্দেশে এ দুই ভাই ফরিদপুর শহর আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন খোকনকে নির্মমভাবে হত্যা করে মর্মে বরকতসহ অন্যান্যদের ফরিদপুর কোতয়ালী থানায় মামলা হয়। যার মামলা নং-৪২(১১)১৯৯৪, ধারা-৩০২/৩৪ দ-বিধি। পরবর্তীতে মামলাটির তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দাখিল করে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সম্প্রতি দুই ভাইয়ের ৫ হাজার ৭০৬ বিঘা জমি, ৫৫টি গাড়ী ক্রোক ও ১৮৮টি ব্যাংক হিসাবে থাকা ৯ কোটি ৮৮ লাখ টাকা ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত।

সারাবাংলা/এআই/এমআই

আওয়ামী লীগ ফরিদপুর

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর