Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির ১৩ নেতাকর্মী রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২১ ১৬:৪১ | আপডেট: ১ মার্চ ২০২১ ১৭:৫৪

ঢাকা: জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ, গাড়ি ভাঙচুরসহ ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ১৩ নেতাকর্মীকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১ মার্চ) দুপুরে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর এ রিমান্ডের আদেশ দেন।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মো. আব্দুল্লাহ আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এই আদেশ দেন।

রিমান্ড যাওয়া আসামিরা হলেন- মঞ্জুরুল আলম, আতাউর রহমান, মাসুদ রানা, শফিকুল ইসলাম, শাহীরাজ, আহসান হাবিব ভূঁইয়া, কবির হোসেন, মনোয়ার ইসলাম, আরিফুল হক, আনিসুর রহমান, আবু হায়াত মো. জুলফিকার, আতিক মোরশেদ ও মজান আহমেদ তপন।

এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এ জামিনের বিরোধী করে রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন। উভয়পক্ষের শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড আদেশ দেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারিত রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ ডেকে ছাত্রদলসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায় ও ইটপাটকেল ছোড়ে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এই হামলার ঘটনায় রাতে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়।

সারাবাংলা/এআই/এনএস

টপ নিউজ নেতাকর্মী রিমান্ড

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর