সুবর্ণজয়ন্তীর বর্ষব্যাপী কর্মসূচির উদ্বোধন বিএনপির
১ মার্চ ২০২১ ১৬:১৩ | আপডেট: ২ মার্চ ২০২১ ০০:৫৮
ঢাকা: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বর্ষব্যাপী কর্মসূচির উদ্বোধন করেছে বিএনপি। সোমবার (১ মার্চ) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অনুষ্ঠানে উপস্থিত আছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু; বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, শাহজাহান ওমর, আলতাফ হোসেন চৌধুরী, নিতাই রায় চৌধুরী, শাহজাদা মিয়া, বরকত উল্লাহ বুলু ও আহমদ আজম খান; যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল, মজিবুর রহমান সারোয়ার ও ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এর আগে বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করে বিএনপি। ঘোষণা অনুযায়ী ১ মার্চ থেকে শুরু হয়ে ২ মার্চ জাতীয় পতাকা উত্তোলন দিবস, ৩ মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠ দিবস, ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের দিনটিসহ স্বাধীনতা সংশ্লিষ্ট বিভিন্ন দিবস উদযাপন করবে বিএনপি।
এরই মধ্যে এসব আয়োজনের রূপরেখাও ঘোষণা করা হয়েছে। দলের বিভিন্ন পর্যায়ের অনুষ্ঠানে ক্ষমতাসীন আওয়ামী লীগকে আমন্ত্রণও জানিয়েছে। আজ সোমবারের উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আমন্ত্রণ জানিয়েছে দলটি।
সারাবাংলা/এজেড/টিআর