‘প্রতিটি ক্ষেত্রে পুলিশ সাহসিকতা ও দক্ষতার পরিচয় দিচ্ছে’
১ মার্চ ২০২১ ১৬:০৯ | আপডেট: ১ মার্চ ২০২১ ১৬:১২
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, ‘বাংলাদেশ পুলিশ বাহিনীর অবদান ইতিহাসে সবসময় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। পুলিশ বাহিনী প্রত্যেকটি ক্ষেত্রে সাহসিকতা ও দক্ষতার পরিচয় দিচ্ছে। এজন্য আমি পুলিশ বাহিনীকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই।’
সোমবার (১ মার্চ) সকালে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। ‘পুলিশ মেমোরিয়াল ডে’ উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে এই আয়োজন করা হয়।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনীর রয়েছে এক গৌরবোজ্জ্বল ইতিহাস। ২৫ মার্চের কালো রাতে রাজারবাগ পুলিশ লাইনের পুলিশ সদস্যরা পাকিস্তানি বাহিনীর অত্যাধুনিক অস্ত্রের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন। রুখে দাঁড়ান অন্যায়ের বিরুদ্ধে। একজন পুলিশ সদস্যও সেদিন মাথা নত করেনি।”
করোনাকালে সংক্রমণ ঠেকাতে লকডাউন ব্যবস্থাপনা ও জননিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় মানুষদের খাদ্যসাহায্যেও পুলিশ হাত বাড়িয়ে দিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দায়িত্ব পালন করতে গিয়ে সংক্রমণের শিকার হয়েছে; মারাও গেছে। করোনাকালে পুলিশের জনকল্যাণকর ভূমিকা মানুষের প্রশংসা পাচ্ছে। করোনায় পুলিশের যে সদস্যরা মারা গেছেন, মানুষের সুরক্ষা নিশ্চিত করতে গিয়েই তাঁরা প্রাণ দিয়েছেন। তাঁদের অবদান জাতি ভুলবে না। সব মিলিয়ে করোনার এই দুর্যোগে পুলিশের এক নতুন মানবিক ভাবমূর্তি গড়ে উঠেছে।’
মন্ত্রী বলেন, ‘আমরা পাকিস্তা পুলিশকে ঘৃণা করতাম। পাকিস্তান পুলিশ, ছাত্রদের নাম শুনলেই পেটাই। ২৫ মার্চ রাতের পর থেকে বাঙালি পুলিশের প্রতি আমার ভালোবাসা জন্মে। তারা দেশের জন্য জীবন দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘করোনাকালে পুলিশ ভাইদের বিরাট অবদান রয়েছে। তারা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। মৃত ব্যক্তিদের দাফন করেছে। গাজী পিসিআর ল্যাব করার পর ফ্রন্ট ফাইটারদের আগে করোনার টেস্ট করা হলো। প্রথমে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ৪০ জন শনাক্ত হলো। এসপি সাহেব ভয় পেয়ে গেলেন। আমরা তাদের কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করেছিলাম। র্যাব অফিসে একই অবস্থা দেখলাম। ফ্রন্ট ফাইটারদের কারণে আমরা নিরাপদে আছি। ইউরোপ-আমেরিকায় প্রতিদিন বহু লোক করোনায় মারা যাচ্ছে। প্রধানমন্ত্রীর সঠিক সিদ্ধান্তের ফলে আজকে আমরা টিকা পাচ্ছি।’
নারায়ণগঞ্জ করোনা আক্রান্তের সংখ্যা বেশি ছিলো জানিয়ে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রচুর ত্রাণসামগ্রী পাঠিয়েছে। সেই ত্রাণ নারায়ণগঞ্জবাসীর মধ্যে বিতরণ করেছেন ডিসি সাহেব। করোনাকালে কেউ না খেয়ে মারা যায়নি। পুলিশের প্রতি আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। বঙ্গবন্ধুর কন্যা পুলিশের কল্যাণে কাজ করে যাচ্ছে।’
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, নারায়ণগঞ্জ জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মনিরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেনসহ অনেকে।
এর আগে, নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণ করেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। পুলিশ মেমোরিয়াল উপলক্ষে বের হওয়া র্যালিতেও যোগ দেন তিনি।
সারাবাংলা/এমও