Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইলিশের অভয়াশ্রমে অভিযান, আটক ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২১ ১৫:৫৩

বরিশাল: ব‌রিশালের ইলিশের অভয়াশ্রমে মৎস‌্য অধিদফতর ও আইনশৃঙ্খলা বা‌হিনীর অভিযান চালিয়েছে। সোমবার (১ মার্চ) দুপুর পর্যন্ত মাছ ধরার অপরাধে সাতজনকে আটক করা হয়েছে।

জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে মেহে‌ন্দিগঞ্জ উপজেলার বাগরজা নদী থেকে অভয়াশ্রমে মাছ ধরার অপরাধে চারজনকে আটক করে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে প্রচুর প‌রিমাণে কারেন্ট জাল উদ্ধার করা হয়।

এর আগে, রোববার (২৮ ফেব্রুয়ারি) মধ‌্যরাতে ব‌রিশাল নগরীর রূপাতলী দপদ‌পিয়া এলাকা থেকে জাটকা প‌রিবহন করার অপরাধে তিনজনকে আটক করে নৌপু‌লিশ। এদের মধ্যে দুইজনকে ২০ দিনের জেল ও একজনকে পাঁচ হাজার টাকা জ‌রিমানা করে ভ্রাম‌্যমাণ আদাল‌ত।

জেলা মৎস‌্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ব‌রিশালের মেঘনা, কালাবদর ও গজা‌রিয়া নদীর ৮২ কিলো‌মিটার এলাকায় ইলিশের অভয়াশ্রম রয়েছে। সরকারের নির্দেশনা অনুসারে ভোলা, ব‌রিশাল, পটুয়াখালী, চাদপুর, লক্ষ্মীপুর, শরীয়তপুর জেলার বি‌ভিন্ন নদীর ৪৩২ কিলো‌মিটার এলাকায় মোট ছয়‌টি অভয়াশ্রমের মধ্যে পাঁচ‌টিতে মৎস‌্যসম্পদ রক্ষায় আগামী দুই মাস এ অভিযান চলবে।

সারাবাংলা/এনএস

অভিযান ইলিশের অভয়াশ্রম বরিশাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর