Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২১ ১২:২০ | আপডেট: ১ মার্চ ২০২১ ১২:৪৭

ঢাকা: কারাগারে লেখক মুশতাক আহমেদকে ‘হত্যার’ প্রতিবাদ, ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারদের মুক্তি দাবি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্মসূচি শুরু করেছে বাম জোটের ছাত্র সংগঠনগুলো।

দুপুর ১২টায় ঘেরাও কর্মসূচি শুরু হয়।

মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শহীদ মিনার হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে এগিয়ে যায়।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষা ভবন চত্বর, সচিবালয়ের প্রধান ফটক এলাকায় অবস্থান নিয়েছে পুলিশ।

আগে থেকে পুলিশ তিন স্তরের ব্যারিকেড দিয়েছে মিছিল প্রবেশকারী রাস্তায়। দুইটি ব্যারিকেড ডিঙিয়ে বিক্ষোভকারীরা বর্তমানে সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছে। আন্দোলনকারীদেরও কর্ডন করে রেখেছে পুলিশ।

বৃহস্পতিবারে (২৫ ফেব্রুয়ারি) কারাগারের কক্ষে মুশতাক আহমেদ অচেতন হয়ে যাওয়ার পর হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। তার এই আকস্মিক মৃত্যু নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ মর্গে মুশতাক আহমেদের ময়নাতদন্ত সম্পন্ন হয়। রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর লালমাটিয়া সি-ব্লক জামে মসজিদ কমপ্লেক্সে নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে মুশতাক আহমেদের দাফন সম্পন্ন হয়

লেখক মুশতাক আহমেদের বিরুদ্ধে রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা ছিল।

২০২০ সালের আগস্ট মাস থেকে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

সারাবাংলা/এসএইচ/একে

টপ নিউজ ডিজিটাল নিরাপত্তা আইন লেখক মুশতাক স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর