Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনলাইনে ‘সেক্স টয়’ বিক্রি: গ্রেফতার ৬ জন রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২১ ২২:০৪

ঢাকা: সেক্স টয় বিক্রির অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ৬ আসামির দুইদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বিভিন্ন ওয়েবসাইটসহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পেজ খুলে তারা এসব সেক্স টয় বিক্রি করতো।

রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত এ রিমান্ডের আদেশ দেন।

এদিন মামলাটির তদন্ত সংস্থা সিআইডি ৬ আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।

অনলাইনে ‘সেক্স টয়’ বিক্রি, মূল হোতাসহ ৬ জন সিআইডির জালে

রিমান্ডে যাওয়া আসামিরা হলো- রেজাউল আমিন হৃদয় (২৭), মীর হিসামউদ্দিন বায়েজিদ (৩৮), মো. সিয়াম আহমেদ ওরফে রবিন (২১), মো. ইউনুস আলী (৩০), আরজু ইসলাম জিম (২২) ও চক্রের মূল হোতা মো. মেহেদী হাসান ভূইয়া ওরফে সানি (২৮)।

এসময় তাদের কাছ থেকে ১২ লাখ টাকা মূল্যের সেক্স টয়, পাঁচটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও ৯টি সিম কার্ড জব্দ করা হয়েছে।

এর আগে, রাজধানীর পল্লবী থেকে এ ৬ আসামিকে গ্রেফতার করে সিআইডির সাইবার ইনভেস্টিগেশন টিম।

সারাবাংলা/এআই/এমও

অনলাইন সেক্স টয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর