১৫,৭২৭ জন আবেদন করে ফল পাল্টাতে পারলেন ১ জন!
২৮ ফেব্রুয়ারি ২০২১ ২১:৪৭
ঢাকা: শতভাগ পাসের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল চ্যালেঞ্জ করে তা পাল্টাতে পারলেন কেবল একজন শিক্ষার্থী। তিনি ফল পুনঃমূল্যায়নের মাধ্যমে জিপিএ পাঁচ পেয়েছেন বলে জানিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।
রোববার (২৮ ফেব্রুয়ারি) আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে এইচএসসির রিভিউ ফলাফল প্রকাশের পর এ তথ্য জানানো হয়।
২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট না হয়ে প্রায় ১৫ হাজার ৭২৭ জন শিক্ষার্থী শিক্ষা বোর্ডে পুনঃমূল্যায়নের আবেদন করেন। এদের মধ্যে কেবলমাত্র একজন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ড জানায়, জেএসসির মান উন্নয়নের জটিলতার কারণেই ওই শিক্ষার্থীর ফলাফলে ভুল এসেছিল। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বলছেন, ২০১৪ সালে জেএসসি পরীক্ষার ফলে সন্তুষ্ট না হওয়ায় পরের বছর ২০১৫ সালে মানোন্নয়ন পরীক্ষা দিয়েছিল ওই পরীক্ষার্থী। কিন্তু ওর এইচএসরি ফল তৈরি হয় ২০১৪ সালের ফলাফল বিবেচনা করে। যদিও ২০১৫ সালে আগের চেয়ে ভাল ফল করে সে। পরে ২০১৫ সালের ফল বিবেচনায় নিয়ে তার সংশোধিত ফলাফল দেওয়া হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নেহাল আহমেদ বলেন, ‘ফল বদলাতে যারা আবেদন করেছিলেন তাদের মধ্য থেকে মাত্র একজনের ফল পরিবর্তন হয়েছে। মানোন্নয়নের জটিলতার কারণে তার ফল কম এসেছিল। তার জন্য আমাদের শুভকামনা রইল।’
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি এইচএসসি ও সমমানের মূল্যায়নের ফল প্রকাশ করা হয়।
সারাবাংলা/টিএস/পিটিএম