Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে কাজিপুরে বিনামূল্যে চিকিৎসা

সারাবাংলা ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৪২ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৪৩

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে সিরাজগঞ্জের কাজিপুরে আর ডি উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু, গাইনি, ডায়াবেটিকস ও সাধারণ চিকিৎসা সেবার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রায় ২ হাজার ৬৭১ জন রোগীর চিকিৎসাসহ বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এবং ২৬৯ জন চোখের রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য বাছাই করা হয়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালক ইঞ্জিনিয়ার এ কে এম মুর্শারফ হুসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম, রিটেইল ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. মঞ্জুরুল আহসান শাহ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান মো. খলিলুর রহমান সিরাজী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, আশপাশের শাখাসমূহের কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ।

সারাবাংলা/এমও

বিনামূল্যে চিকিৎসা যমুনা ব্যাংক যমুনা ব্যাংক ফাউন্ডেশন

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর