Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৪৬

ময়মনসিংহ: জমি নিয়ে বিরোধের জেরে ময়মনসিংহের তারাকান্দায় রোজিনা হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন ও একজনকে অর্থদণ্ডসহ এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ ইমতিয়াজ এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলো তারাকান্দা এলাকার বাসিন্দা আরফান আলী।

মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে বিরোধে ২০০৫ সালে ময়মনসিংহের তারাকান্দায় প্রতিপক্ষের লোহার রডের আঘাতে ময়মসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইদিন পর রোজিনা মারা যান। এ ব্যাপারে রোজিনার চাচা বাদী হয়ে ৩৯ জনকে আসামি করে তারাকান্দা থানায় মামলা করলে পুলিশ আসামিদের বিরুদ্ধে অভিযোগ আদালতে দাখিল করে।
এরপর আদালতে স্বাক্ষ্য-প্রমাণ শেষে আজ বিজ্ঞ বিচারক আদালতে একজনকে যাবজ্জীবন ও একজনকে অর্থদণ্ডসহ এক মাসের কারাদণ্ড এবং বাকীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাসের আদেশ দেন আদালত।
আসামিপক্ষে আইনজীবী মো. হারুন অর রশিদ, রাষ্ট্র ও বাদীপক্ষে আইনজীবি আফিয়া আক্তার, শেখ আবুল হাসেম মামলাটি পরিচালনা করেন।

সারাবাংলা /এসএসএ

ময়মনসিংহ যাবজ্জীবন হত্যা মামলা

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর