নেত্রকোনায় অটোরিকশা-ট্রাক সংঘর্ষে নিহত ১
২৮ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৫৮ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২১ ১৬:০৪
নেত্রকোনা: পূর্বধলা উপজেলায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সুলতান আহমেদ (৩৮) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। রোববার (২৮ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের হামিদপুরে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত সুলতান আহমেদ উপজেলার খলিশাউড় ইউনিয়নের তুলাপাবই গ্রামের মৃত আ. হেকিমের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সুলতান আহমেদ রোববার ভোর সোয়া ৪টার দিকে অটোরিকশা চালিয়ে বাড়ি থেকে শ্যামগঞ্জ যাচ্ছিলেন। পথে বিরিশিরিগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন ও অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।
ইনচার্জ মো. ফেরদৌস আলম জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজন ও এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
সারাবাংলা /এসএসএ