রাজবাড়ীতে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু
২৮ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৫৩ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২১ ২০:৪১
রাজবাড়ী: ব্যাটারিচালিত ইজিবাইক চাপায় রুহুল আমিন নামে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজবাড়ীর পৌরসভার নুরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রুহুল আমিন নুরপুর এলাকার আজিজুর রহমানের ছেলে।
নিহত শিশুর মামা আসলাম উদ্দিন জানান, রুহুল আমিন শিশু শ্রেণিতে পড়ালেখা করে। সে প্রাইভেট পড়ে রাস্তার এক পাশ দিয়ে হেটে বাড়িতে আসছিল। এসময় বেপোরোয়া একটি ইজিবাইক তাকে পেছন থেকে চাপা দিলে সে পাকা রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. এস. এম শাহাদত মিরাজ বলেন, শিশুটিকে হাসপাতলের আনার আগেই সে মারা গেছে। তার মাথায় প্রচণ্ড আঘাতের কারণে মৃত্যু হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ঘাতক ইজিবাইক ও এর চালককে আটক করা হয়েছে।
সারাবাংলা /এসএসএ