Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৪৪

প্রতীকী ছবি

বরিশাল: বরিশালে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে চরমোনাই ব্রিজের উত্তর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কোতয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয়রা সকালে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পরিচয় না পাওয়ায় মরদেহের ছবিসহ সকল থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের রিপোর্ট পেলে সঠিক কারণ জানা যাবে।

সারাবাংলা /এসএসএ

উদ্ধার বরিশাল মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর