Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজিজ কো-অপারেটিভের তাজুলের জামিন উত্থাপিত হয়নি মর্মে খারিজ

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৩৬

ঢাকা: গ্রাহকের ১১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ক্রেডিট সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান এম. তাজুল ইসলামের বিরুদ্ধে করা মামলায় জামিন উত্থাপিত হয়নি মর্মে খারিজ (নটপ্রেস রিজেক্ট) করেছেন হাইকোর্ট।

রোববার (২৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ তাজুল ইসলামের পক্ষে শুনানি করেন আজহার উল্লাহ ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ।

মামলার অভিযোগে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই সমবায় সমিতিকে ব্যাংক হিসেবে প্রচার করে লভ্যাংশের ফাঁদে ফেলে প্রতিষ্ঠানটি। লভ্যাংশ তো দূরের কথা আসলই পরিশোধ করেননি তিনি। কাডানায় থাকা দুই ছেলের নামে আত্মসাতের টাকা পাচার করেছেন তাজুল ইসলাম।

 

সারাবাংলা/কেআইএফ/এসএসএ

আজিজ কো-অপারেটিভ খারিজ জামিন হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর