কিশোরের মুক্তির দাবিতে কার্টুনিস্ট অ্যাসোসিয়েশনের মানববন্ধন
২৮ ফেব্রুয়ারি ২০২১ ১৩:০১ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২১ ১৩:১৪
ঢাকা: কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন।
রোববার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের প্রধান ফটকে আয়োজিত মানববন্ধনে অংশ নেন পেশাদার কার্টুনিস্টদের সংগঠন বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা।
সংগঠনের সাধারণ সম্পাদক কার্টুনিস্ট আবু হাসান বলেন, কার্টুনিস্ট কিশোরের জামিন দেওয়া জরুরি। কিশোরের দ্রুত জামিন এবং যথাযথ চিকিৎসার আবেদন জানাই।
সংগঠনের যুগ্ম-সম্পাদক মেহেদী হক বলেন, আমাদের এখন একটাই দাবি কিশোরের জামিন। আশা করছি কর্তৃপক্ষ তা বিবেচনা করবেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সমাজকল্যাণ সম্পাদক কার্টুনিস্ট নাসরিন সুলতানা মিতু, কার্টুনিস্ট ও স্থপতি রিশাম শাহাব তীর্থ ও কার্টুনিস্ট মাহাতাব রশীদ প্রমুখ।
সারাবাংলা/এএম
আবু হাসান আহমেদ কবির কিশোর টপ নিউজ বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন