Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোংলার পশুর নদীতে কয়লা বোঝাই কার্গো জাহাজডুবি

লোকাল করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২১ ১২:৪৩ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২১ ১২:৪৪

মোংলা: বাগেরহাটে মোংলার পশুর নদীতে কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুরু হয়নি উদ্ধার কাজও।

জাহাজের মাস্টার ওসমান আলী জানান, মোংলা বন্দরের হাড়বাড়িয়ার ৭ নম্বর অ্যাংকোরেজ থাকা বিদেশি জাহাজ এম,ভি জসকো থেকে শনিবার প্রায় ৭০০ মে. টন কয়লা বোঝাই করে কার্গো জাহাজ এম,ভি বিবি-১১৪৮। শনিবার রাতে কার্গো জাহাজটি ওই বিদেশি জাহাজ থেকে যশোরের নওয়াপাড়ার উদ্দেশে ছেড়ে আসে। পথিমধ্যে রাত ১১টার দিকে বানীশান্তা ও কানাইনগর এলাকায় পৌঁছালে তলা ফেটে কাগোর্টি ডুবে যায়।

বিজ্ঞাপন

জাহাজের মাস্টারসহ ১০ জন স্টাফ ও একজন নিরাপত্তা কর্মী সাঁতরিয়ে তীরে পৌঁছান। জাহাজটির উদ্ধার কাজ শুরু না হলেও ঘটনাস্থলে মার্কিংয়ের ব্যবস্থার কাজ শুরু করার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।কার্গোটি পশুর চ্যানেলের মূল চ্যানেলের বাইরে ডুবেছে বলে নৌযান চলাচলের মূল চ্যানেল নিরাপদ রয়েছে বলে জানিয়েছে বন্দরের হারবার মাস্টার কমান্ডার ফখরউদ্দিন।

সারাবাংলা/এএম

কয়লা কার্গো জাহাজডুবি টপ নিউজ পশুর নদী

বিজ্ঞাপন

টিভি শো উপস্থাপনায় তাহসান
২২ জানুয়ারি ২০২৫ ১৭:৩৪

আরো

সম্পর্কিত খবর