Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউ ইয়র্ক গভর্নরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২১ ১১:১৫ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৪৩

নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রিউ কৌমোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন গভর্নরের সাবেক স্বাস্থ্য উপদেষ্টা শার্লে বেনে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসকে শার্লে বেনে জানিয়েছেন, গত বছর তার ওপর যৌন হয়রানি চালিয়েছেন কৌমো।

এদিকে গভর্নর ওই নারীর আনা অভিযোগ প্রত্যাখান করে একটি স্বাধীন তদন্ত কমিটিকে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।

এর আগে, লিন্ডসে বয়লান নামের আরেকজন নারী কৌমোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন।

অন্যদিকে ৬৩ বছর বয়সী কৌমো প্রায় এক দশক ধরে নিউ ইয়র্কের গভর্নর পদে রয়েছেন। সম্প্রতি যৌন হয়রানিসহ বিভিন্ন অভিযোগে তিনি কোণঠাসা হয়ে পড়েছেন। এমনকি, করোনায় আক্রান্ত এবং মৃতের মোট সংখ্যা জনসম্মুখে না আনায় নিজ দল ডেমোক্রেটিক পার্টিতেও সমালোচনার মুখোমুখি কৌমো।

সারাবাংলা/একেএম

নিউ ইয়র্ক গভর্নর অ্যান্ড্রিউ কৌমো যৌন হয়রানির অভিযোগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর