Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলডিসি স্বীকৃতি, প্রধানমন্ত্রীকে মহানগর উত্তর আ.লীগের অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২১ ২২:৫১

ঢাকা: স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশের স্বীকৃতি অর্জনের জন্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) ‘এক বদলে যাওয়া বাংলাদেশ, অভিনন্দন শেখ হাসিনা’ শীর্ষক অভিনন্দন বার্তায় ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের দফতর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান এবং সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির নেতৃত্বাধীন মহানগর উত্তর অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় বলা হয়, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ পাওয়ার কৃতিত্ব জনগণকে উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এ কৃতিত্ব এ দেশের আপামর জনসাধারণের অর্জন বলে উল্লেখ করেছেন।

বাংলাদেশ গতকাল স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করেছে। আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার জন্য যোগ্যতা অর্জন করেছি। আমাদের এই উত্তরণ এমন এক সময়ে ঘটে যখন আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করেছি। আমরা মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের দ্বারপ্রান্তে। বাংলাদেশের জন্য এ উত্তরণ এক ঐতিহাসিক ঘটনা।

জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মাহেন্দ্রক্ষণে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকারাবদ্ধ এবং এই অসামান্য অবদানসহ সকল অর্জনের জন্য ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/এমআই

আ.লীগ আওয়ামী লীগ মহানগর উত্তর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর